মুক্ত করে দিলাম
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১১ ডিসেম্বর, ২০১৪, ১১:২১:১০ রাত
মুক্ত করে দিলাম
-এম মিজান রহমান
পদ্মগুলো ভাসছে জলে ভাসুক
ঝুমকোজবা দুলছে হেথায় দোলুক
শুকনো বনে জ্বলছে আগুন জ্বলুক
ঝিঁঝিঁপোকা ডাকছে হেথায় ডাকুক ।
পাখিগুলো ফিরছে নীড়ে ফিরুক
গোধূলীর রং ঝড়ছে শোকে ঝড়ুক
ঘাসফড়িং ধুকঁছে হেলায় ধুঁকুক
জলেচ্ছবি যাচ্ছে মুঁছে মুছুঁক ।
রাতের পথে হাসছে চঁন্দ্র হাসুক
যেমন যাহা তেমন তাহা থাকুক ।।
পান্তা ভাতে ঘি তাতে কার কি.,..?
গোধুলী লগনে
সিলেট ।।
১১/১২/২০১৪
বিষয়: সাহিত্য
৬৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেল পাকলে কাকের কি অবস্থার মত
বেশ হয়েছে কবিতাখানি।
অভিনন্দন -
মন্তব্য করতে লগইন করুন